Become a
Motion Designer

প্রশ্নোত্তর

এই কোর্সের সব ভিডিওই প্রি-রেকর্ডেড, যেন আপনি আপনার সুবিধা মতো সময়ে ভিডিও গুলো দেখে কোর্স কমপ্লিট করতে পারেন। যদিও আমাদের ফেসবুক গ্রুপে মাঝে মধ্যে প্রবলেম সলভিং লাইভ সেশন নেয়া হবে।

হ্যাঁ, এটি সম্পূর্ণ অনলাইন প্রোগ্রাম। এখানে অংশ নিতে বাসার বাইরে পা ফেলতে হবে না! ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।

না, অফলাইন বা ভিডিও ডাউনলোড করার কোনো অপশন এখানে নেই। কোর্স অবশ্যই লগইন করে অ্যাক্সেস করতে হবে।

মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করতে পারবেন কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না।

এটা নির্ভর করছে শেখার ক্ষেত্রে আপনার একাগ্রতার উপর। আমি কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যেন ৪ মাসে আপনি কোর্সটি শেষ করতে পারেন। এছাড়াও আপনি যদি প্রতিদিন মনোযোগ সহকারে ২-৩ ঘণ্টা সময় ব্যয় করেন শেখার ক্ষেত্রে, আশা করছি দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন।

আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে কোর্সের সবগুলো ম্যাটেরিয়াল একসাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ম্যাটেরিয়াল বলতে ভিডিও, কুইজ, অ্যাসাইনমেন্ট – সব চলে আসবে সাথে সাথেই। আপনার ইচ্ছামতো সেকশন দেখতে পারবেন। লাইভ ক্লাস না হওয়ায় এবং সব ম্যাটেরিয়াল একসাথে পেয়ে যাওয়ায় আপনি আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কোর্স করতে থাকবেন।

আমরা স্টুডেন্টদের নিয়ে একটি প্রাইভেট Facebook গ্রুপ তৈরি করা আছে। এনরোল করার পর সাপোর্ট গ্রুপের লিংক পেয়ে যাবেন। সেখানে নিজেরা নিজেদের মধ্যে সাহায্য চাইতে ও করতে পারবেন।

কোর্সে এনরোল করার পূর্বে আপনার প্রতি অনুরোধ থাকবে দেখে, শুনে এবং বুঝে কোর্সটি পারচেজ করার। কারণ কোর্সে একবার এনরোল করে ফেললে কোর্স ফি আর ফেরতযোগ্য নয়।

প্রথমে আমার ফ্রি কোর্সগুলো দেখুন এবং ফেইসবুক গ্রুপে জয়েন করুন, তাহলেই আপনি আমার কোর্সগুলোর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এবং আমার শেখানর ধরন সম্পর্কে জানতে পারবেন। সবকিছু বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন। আশা করছি আপনি উপকৃত হবেন।

না। এই ধরনের স্কিলের ক্ষেত্রে সার্টিফিকেট তেমন কোনো কাজে আসে না। আপনার পোর্টফোলিও প্রধান জিনিস।

যদি আপনার প্রশ্নের উত্তর উপরে কোথাও না পেয়ে থাকেন তবে আপনি আমাদের পাবলিক ফেইসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রশ্ন করতে পারেন।
তাছাড়াও সরাসরি আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করেও প্রশ্ন করতে পারেন। নিতে পারেন।

লার্নাররা আমাদের সম্পর্কে যা ভাবেন

It’s very helpful. And very simplified words make the visitor more comfortable. and also the nit picking of need was discussed well. Well done vhai. Truly you are a good speaker and mentor.
Sk Samit
Highly recommend..
যারা মশন গ্রাফিক্স নিয়ে ক্যারিয়ার করতে চান অথবা।নিজের ব্যবসা বা কাজের জন্য এনিমেটেড গ্রাফিক্স ব্যানার বা ভিডিও বানাতে চান…তাদের জন্য কোর্স টি অনেক ভালো ভাবে সাজানো হয়েছে।
Fazle Rabbi
Comment on Facebook
আমি এর আগে একটি যায়গায় মোশন গ্রাফিক্স শেখার জন্য কোর্স কিনেছিলাম অনেক চেষ্টা করার পরের তাদের কাছে কোন রকম সাহায্য পাইনি। আপনি আমাকে যেভাবে যে কোন বিষয়ে সাহায্য করেছেন। এবং আপনার কোর্সটি আমার দেখা সেরা একটি কোর্স এবং সেরা একজন মেন্টর।
Omur Faruk Jim
Comment on YouTube
শুরুতে যখন Motion Graphics এর নাম শুনে ছিলাম তখন খুবই ভালো লেগে ছিলো Skill টা।কিন্তু শিখতে গিয়ে বাজে ঝামেলা কোথাও ভালো গাইডলাইন পাচ্ছিলাম না। হতাশ হয়ে পড়েছিলাম, পরে একদিন Ruhul Amin স্যারের youtube channel খুজে পাই এবং সেখান থেকে তার কোর্স এ ভর্তি হই আলহামদুলিল্লাহ এখন ভালো একটা গাইড লাইন পাচ্ছি এবং Motion Design Masterclass এ Master হয়ে যাচ্ছি। আরেক টা কথা কোর্স টি একবার কিনলে lifetime support পাবেন।ধন্যবাদ Ruhul Amin স্যারকে
Uzzal Hossein Roni
Comment on Facebook
Thank you Ruhul bhai for this amazing video, I recently finished the Motion Graphics course from 10MS, you were really amazing there, your teaching skill is just mind blowing. There you said about this channel and also your website, and I enrolled the cinema 4d course from your website. there was all good but the slowness and some of the minor things, that’s why i shifted here to watch these amazing videos. but nevertheless your teaching skill is just incredible. Thanks again for this free course.
Tareq
YouTube Comment