মূল প্রোগ্রাম ৬ মাসের। অর্থাৎ মেন্টর সাপোর্ট, লাইভ সেশন, ক্যারিয়ার গাইডলাইন – এ ফিচারগুলো থাকবে প্রথম ৬ মাস। তবে কোর্স কন্টেন্টগুলো (ভিডিও, কুইজ) আপনার অ্যাকাউন্টে ২ বছর পর্যন্ত থাকবে, যাতে প্রয়োজনমতো শেখা ও প্র্যাকটিস করা চালু রাখতে পারেন।
যেনও আপনি যথেষ্ট এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলেন ৬ মাসের মধ্যে। আর কন্টেন্ট অ্যাক্সেস ২ বছরের বেশি নয়, কারণ এগুলো শিখতে এমনিতেও ২ বছরের বেশি সময় লাগা উচিত নয়। আমরা এমন স্টুডেন্টদের চাইছি যারা নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলতে চাইবেন। এজন্য সময় বেঁধে দেয়া হয়েছে।
হ্যাঁ, ৬ মাসেই শেষ করতে হবে। তা না হলে আমাদের পক্ষে প্রজেক্ট রিভিউ ও স্কোর করা সম্ভব হবে না। তবে আপনি চাইলে নিজ উদ্যোগে ৬ মাস পরও প্রজেক্ট প্র্যাকটিস করতে পারেন।
আমরা স্টুডেন্টদের নিয়ে একটি Discord গ্রুপ তৈরি করবো। সেখানে নিজেরা নিজেদের মধ্যে সাহায্য চাইতে ও করতে পারবেন। তবে অফিশিয়ালি ৬ মাস পর আমরা ‘মেন্টর সাপোর্ট’ দেবো না। কাজেই সর্বোচ্চ আউটকাম পেতে ৬ মাসের মধ্যেই কোর্স শেষ করার চেষ্টা করতে হবে আপনাদের।
হ্যাঁ, এটি সম্পূর্ণ অনলাইন প্রোগ্রাম। এখানে অংশ নিতে বাসার বাইরে পা ফেলতে হবে না! ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।
আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে কোর্সের সবগুলো ম্যাটেরিয়াল একসাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ম্যাটেরিয়াল বলতে ভিডিও, কুইজ, অ্যাসাইনমেন্ট – সব চলে আসবে সাথে সাথেই। আপনার ইচ্ছামতো সেকশন দেখতে পারবেন। লাইভ ক্লাস না হওয়ায় এবং সব ম্যাটেরিয়াল একসাথে পেয়ে যাওয়ায় আপনি আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কোর্স করতে থাকবেন।
না, অফলাইন বা ভিডিও ডাউনলোড করার কোনো অপশন এখানে নেই। কোর্স অবশ্যই লগইন করে অ্যাক্সেস করতে হবে।
এটা নির্ভর করছে কোর্সের মোট আলোচ্য বিষয় এবং শেখার ক্ষেত্রে আপনার একাগ্রতার উপর। আপনি যদি প্রতিদিন মনোযোগ সহকারে ২-৩ ঘণ্টা সময় ব্যয় করেন শেখার ক্ষেত্রে, আশা করছি দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন।
প্রথমে আমার ফ্রি কোর্সগুলো দেখুন এবং ফেইসবুক গ্রুপে জয়েন করুন, তাহলেই আপনি আমার কোর্সগুলোর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এবং আমার শেখানর ধরন সম্পর্কে জানতে পারবেন। সবকিছু বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন। আশা করছি আপনি উপকৃত হবেন।