“লার্ন উইথ রুহুল আমিন” থেকে অনলাইন লাইভ বা প্রি-রেকর্ডেড কোর্স কেনার পরে কোন রকমের রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়। প্রতিটি কোর্স পেজে কোর্সের কন্টেন্ট ডিটেইলস দেয়া আছে, তাই আমরা রিকোয়েস্ট করবো কেনার পূর্বে আপনি আমাদের প্রতিটি কোর্সের কন্টেন্ট ডিটেইলস গুলো ভালো করে চেক করে নেবেন।

কোর্স কেনার পরে, “এই ব্যাপার তা আমি ভেবেসিলাম কোর্সে আছে, কিন্তু এখন দেখছি নেই” এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন। আগে ভাল মোটও রিসার্চ করে নিবেন। কোন ব্যাপারে প্রশ্ন থাকলে আমাদের “Learn with Ruhul Amin” পাবলিক ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন।